Saturday, December 21
Shadow

Tag: আমি প্রেমিক

অপূর্ব-মেহজাবীনের ‘ আমি প্রেমিক ’

অপূর্ব-মেহজাবীনের ‘ আমি প্রেমিক ’

Cover Story, Entertainment
সময়ের জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী। দর্শকপ্রিয় এই জুটি বৈশাখের বিশেষ নাটকে অভিনয় করলেন। নাটকের নাম ‘ আমি প্রেমিক ’। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং হয়েছে। আমি প্রেমিক  নাটকের গল্পে দেখা যাবে, অমি ও বৃষ্টি প্রেমিক যুগল। অমির চাকরি না থাকায় বৃষ্টি তার বাবাকে পছন্দের ছেলের কথা বলতে পারে না। এদিকে অমি একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। আর সেখানেই বিপত্তি ঘটে। কোম্পানির এমডি অমিকে বিয়ে করতে চান। এক কঠিন পরিস্থিতিতে পড়েন অমি। নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, এই নাটকের পরিচালক শাহনেওয়াজ। তিনি যখন গল্পটি শোনালেন আমি কাজটি করতে রাজি হয়ে যাই। নাটকে আমার সঙ্গে মেহজাবীন রয়েছে। সেও ভালো অভিনয় করেছে। পয়লা বৈশাখের বিশেষ এই নাটকটি সবার ভালো লাগবে আশা করছি। মেহজাবীন চৌধুরী বলেন, সুন্দর একটি গল্প। কাজটি পরিচালক খুব যত্ন নিয়ে করেছেন। আমি অপূর্বসহ সবাই চেষ্টা করেছি ...

Please disable your adblocker or whitelist this site!