কাশ্মীরি তরুণী ফিরিয়ে দিয়েছিলেন একতা কাপূরের অফারও
বলিউডের এই নায়িকা বিকিনিতে বেশ স্বচ্ছন্দ। তা নাকি মুখ দেখে বোঝাই যায় না। কাশ্মীরি তরুণী ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন দীর্ঘ ইনিংস খেলবেন বলেই, বলি মহলে কান পাতলে শোনা যাচ্ছে এমনটাই।
প্রযোজক ও সহকারী পরিচালক হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন এই কাশ্মীরি তরুণী । ছোট পর্দায় কাজ করতেন প্রথমে।
মডেলিংও করতেন প্রচুর। একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের বিজ্ঞাপনী ছবিতে কাজও করেছেন কাশ্মীরি তরুণী ।তবে হিন্দির ‘সাস-বহু’ ধারাবাহিকে কখনওই কাজ করতে চাননি তিনি। বেশ কয়েকটি বলি ম্যাগাজিন বলছে, তিনি নাকি একতা কপূরের ধারাবাহিকে অভিনয়ের অফার ফিরিয়ে দিয়েছিলেন।অঙ্গীরা ধর নামে এই বলিউড নায়িকা জন্মেছেন কাশ্মীরের শ্রীনগরে। রক্ষণশীল পরিবার থেকে বলিউডে প্রবেশ খুব সহজ ছিল না অঙ্গীরার পক্ষে।
মুম্বইয়ের জেভিয়ার্স ইনস্টিটিউট অব কমিউকেশন থেকে স্নাতক স্তরের পড়াশোনা শেষ করেছেন তিনি।
বলিউডে তিনি জনপ্র...