Saturday, December 21
Shadow

Tag: ক্যাটরিনা

নির্জন সমুদ্র সৈকতে একাকী খোলামেলা ক্যাটরিনা ! (ভিডিওসহ)

নির্জন সমুদ্র সৈকতে একাকী খোলামেলা ক্যাটরিনা ! (ভিডিওসহ)

Cover Story, Entertainment
সোশ্যাল মিডিয়ায় নাম লেখানোর পর থেকে ভক্তদের একেবারেই নিরাশ করেননি ক্যাটরিনা কাইফ। ইনস্টাগ্রামে ক্যাট সুন্দরীর বোল্ড ও হট ছবি শেয়ারিংয়ের কোনও অভাব নেই। তাছাড়া জীবনে কী চলছে, কেমন কাটাচ্ছেন ছুটি, কবে তাঁর মন খারাপ- সবই মোটামুটি ভক্তদের জন্য আপটেড দেন অভিনেত্রী। আর এমন হলে তো আর কোনও কথাই নেই। হয়েছেও তাই। ইনস্টাগ্রামে ক্যাটরিনার ফলোয়ারের সংখ্যা ছাড়িয়েছে ২০ মিলিয়ন। সেই আনন্দ ফের একবার ভক্তদের সঙ্গেই শেয়ার করেছেন নায়িকা। মালদ্বীপে বেড়াতে গিয়ে বিচে দাঁড়িয়ে অসাধারণ কিছু ছবি পোস্ট করেছেন ক্যাট। সঙ্গে রয়েছে ভক্তদের ধন্যবাদ জানিয়ে একটি ভিডিয়োও। লাল টু-পিসে একেবারে জ্বালাময়ী ক্যাট সুন্দরী। নেটিজেনদের মন জয় করতে মুহূর্তও লাগেনি তাঁর। অন্যদিকে, ক্যাটরিনা আপাতত তাঁর আগামী ছবি ভারত নিয়ে ব্যস্ত। আলি আব্বাস জাফরের পরিচালনায় ফের একবার সালমান খানের সঙ্গে জুটি বাঁধছেন ক্যাটরিনা। ছবিতে দেখা য...

Please disable your adblocker or whitelist this site!