Shadow

Tag: গোলাম মোর্তোজা

গোলাম মোর্তোজা : ‘অন্যের জন্যে খাল কাটলে, সেই খালে নিজের পড়তে হয়

গোলাম মোর্তোজা : ‘অন্যের জন্যে খাল কাটলে, সেই খালে নিজের পড়তে হয়

Cover Story, Op-ed
গোলাম মোর্তোজা : প্রতি ফেব্রুয়ারি মাসে প্রবাসী লেখক-সাংবাদিক, বন্ধুরা বাংলাদেশে আসেন। তাদের অনেককে নিয়ে ঘরোয়া আড্ডার আয়োজন করতাম আমাদের ছোট্ট বাসায়।গত বছর থেকে এই আয়োজনটি আর করছি না।না করার পেছনের কারণ একটি ছবি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের একটি ছবিকে কেন্দ্র করে যে হইচই চলছে,তার প্রেক্ষিতে ঘটনাটি অতি সংক্ষেপে বলছি। প্লাস্টিকের বোতলে পানি খাওয়া ঠিক নয়।একারণে অনেক বছর ধরে আমরা বাসায় পানি খাওয়ার জন্যে পুরনো হুইস্কি- ভোদকার বোতল ব্যবহার করি।সেদিনের আড্ডায় উপস্থিত ছিলেন ৩৫-৪০ জন।একজন কয়েকটি ছবি পোস্ট দিয়েছিলেন ফেসবুকে।একটি ছবিতে একটি কোকের ও একটি ভোদকার বোতল দেখা যাচ্ছিল,যে বোতলে ছিল পানি। ‘মদ্যপান চলছে’ ‘টকশো চলছে’- ইত্যাদি ক্যাপশানে ছবিটি ভাইরাল হয়ে গেল। শেয়ার যারা করলেন তাদের প্রায় সবাই, প্রগতিশীল হিসেবে দাবিদার। এর মধ্যে দুই জন প্রতিমন্ত্রী, চার থেকে পাঁচ জন এমপি, একজন রাষ্...