চট্টগ্রামের খবর : ত্রিভুজ প্রেম সংক্রান্ত বিরোধের জের ধরে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামের খবর : গত শনিবার রাত ১২ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত লোকমান হোসেন জনি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার নোয়াগাও গ্রামের শামসুল হকের ছেলে।
জানা গেছে, পূজা নামের এক নারীর সাথে অনিকের সম্পর্ক ছিল দীর্ঘদিন। কিন্তু কয়েকদিন আগে আবার লক্ষণের সাথে সম্পর্ক হয় পূজা নামের মেয়েটির, এইটার জের ধরে লক্ষণের বন্ধু জয় নামে এক যুবককে আটক করে রাখে অনিক। পরে বাপ্পিসহ কয়েকজন যুবক জয়কে উদ্ধার করে গেলে তাদের মারধর ও জনির মাথায় সাইফুল নামে একজন গুলি করে পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়–য়া। তিনি বলেন, দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে মাথায় গুলির আঘাতে আহত যুবক জনিকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে আনেন কতিপয় যুবক। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরো সার্জারি ওয়ার্ডে তাকে পাঠিয়ে দেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্পাদনা : বাহাউদ্দিন চট্টগ্রামের...