Sunday, October 6
Shadow

Tag: জান্নাতুল সুমাইয়া হিমি

মিমি আপুর জায়গায় আমি: হিমি

মিমি আপুর জায়গায় আমি: হিমি

Cover Story, Entertainment
জান্নাতুল সুমাইয়া হিমি ।ছোটবেলা থেকেই  নাচ, গান, আবৃত্তি শেখা তার।  কচিকাঁচা ও ছায়ানটের শিক্ষার্থী ছিলেন। এখন ব্যস্ত অভিনয় আর মডেলিংয়ে। গত বছর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায়। চূড়ান্ত পর্বে প্রথমে ‘মিস বাংলাদেশ’ হিসেবে তাঁর নাম ঘোষণা করাও হয়েছিলো। পরের ঘটনা প্রায় সবারই জানা। বর্তমানে টিভি নাটকের শুটিং নিয়ে দারুন সময় কাটাচ্ছেন তিনি। সিনেমাতে অভিনয়েরও প্রস্তাব পাচ্ছেন। তার অভিনয় ক্যারিয়ার ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে কথা হয় অনলাইনের সঙ্গে... শুটিংয়ে মনে হচ্ছে? হুম। বিটিভির জন্য নির্মিত ‘ছায়া শিকারী’ নামে একটি নাটকের শুটিং করছি। মজার বিষয় হচ্ছে, সেলিম আল দীনের গল্পে নির্মাণ হওয়া নাটকটি আজ থেকে ২৫ বছর আগে বিটিভিতে প্রচার হয়েছিল। তখন অভিনয় করেছিলেন আফসানা মিমি আপু। সেই নাটকেই এবার আমি অভিনয় করছি। তবে একই নাটক হলেও গল্পটি এ সময়ের চাহিদানুপাতে স্ক্রিপ্ট করা হয়েছে। এটা আমার জন্য দারুণ পা...

Please disable your adblocker or whitelist this site!

error: Content is protected !!