জয়গুন বিবি Archives - Mati News
Sunday, December 14

Tag: জয়গুন বিবি

`বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি’ : অপি করিম

`বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি’ : অপি করিম

Cover Story, Entertainment
বাংলাদেশের প্রতিটি নারীই আসলে জয়গুন বিবি : অপি করিম অপি করিম । অভিনেত্রী। আজ ওয়েব প্ল্যাটফর্ম 'হইচই'-এর ব্যানারে প্রকাশ পাবে অমিতাভ রেজা পরিচালিত ওয়েব সিরিজ 'ঢাকা-মেট্রো'। এতে জয়গুন চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ওয়েব সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে - প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করলেন। অভিজ্ঞতা কেমন ছিল? অমিতাভ রেজার সঙ্গে এর আগে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছি। তখন থেকেই জানি তিনি খুব গুছিয়ে কাজ করেন। 'ঢাকা মেট্রো' ওয়েব সিরিজের গল্পটি নিয়ে যখন তার সঙ্গে কথা হয়, তখনই জয়গুন বিবি চরিত্রটি আমার খুব পছন্দ হয়। এ সিরিজের অন্যতম প্রধান চরিত্র 'জয়গুন বিবি'। এ চরিত্রটির গভীরতা অনেক বেশি। পরিচালক ও ইউনিটের সহোযোগিতায় খুব আরামে এতে কাজ করেছি। 'জয়গুন বিবি' চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে আলাদা প্রস্তুতি নিয়েছিলেন?  মেধাবী নির্মাতারা চরিত্র আত্মস্থ করতে সাহায্য করেন। আর অমিতাভ রেজা...