নায়ক নাঈমের মেয়ে গায়িকা মাহাদিয়া নাঈম
নায়ক নাঈমের মেয়ে গায়িকা মাহাদিয়া নাঈম
মাহাদিয়া নাঈম-এর মা–বাবা দুজনেই ছিলেন বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় জুটি। নব্বইয়ের দশকে তো নাঈম ও শাবনাজ মানেই সুপারহিট সব সিনেমা। সিনেমা ছেড়ে পুরোপুরি সংসারী হয়ে গেলেও,বাংলা ভাষাভাষি মানুষ এই দুজনের নাম শুনলে একটু নস্টালজিক হন। সেই প্রিয় দুই মুখের ছোট সন্তান মাহাদিয়া নাঈমের গানে অভিষেক হয়েছে। নিজের ইউটিউব প্ল্যাটফর্মে খুব কাছাকাছি সময়ে দুটি গানের ভিডিও প্রকাশ করেছেন তিনি। মেয়ের গান প্রকাশে ভীষণ আনন্দিত বাবা নাঈম ও মা শাবনাজ।
মাহাদিয়ার গাওয়া প্রথম গানটি নিউজিল্যান্ডের জনপ্রিয় গায়িকা লর্ডের রয়্যালস। এই গানটির নতুন করে সংগীতায়োজন করেছেন মানাম আহমেদ। রয়াল্যাস গানটি প্রকাশের ঠিক সপ্তাহখানেক পর উপমহাদেশের প্রখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের গাওয়া ‘যেতে দাও আমায় ডেকো না’ গানটি ইউটিউবে আপলোড করেছেন। এই গানের সংগীতায়োজন করেছেন সৈয়দ সুজন।
দুই মেয়েকে নি...