শাকিবের পছন্দে নুসরাত
শাকিবের পছন্দে নুসরাত
জাকির হোসেন রাজুর ‘আগুন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব খান। থ্রিলার ঘরানার এই ছবিতে নায়িকা কে হবেন তা নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে ছিলেন পরিচালক। তবে শাকিব খান নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই দায়িত্ব। কলকাতার নুসরাত জাহানকে জুটি হিসেবে পছন্দ করেছেন। এর মধ্যে প্রাথমিক আলোচনাও শেষ করেছেন অভিনেত্রীর সঙ্গে। নুসরাত এখন লোকসভা নির্বাচন নিয়ে ব্যস্ত। নির্বাচনের পরই ছবিটির শুটিং শুরু করবেন।
‘আগুন’-এর জন্য নুসরাতকে পছন্দ করার কারণ হিসেবে শাকিব বলেন, “এর আগে আমি আর নুসরাত‘নাকাব’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলাম। তখন দেখেছি, কাজের ব্যপারে সে অনেক দায়িত্বশীল। সময়মতো স্পটে আসা, সহশিল্পীকে সহযোগিতা করা, শিডিউল মেনে চলা—সব গুণ আছে তার। তা ছাড়া ‘আগুন’-এর গল্পটা দারুণ। নায়িকার চরিত্রটিও গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে তাই নুসরাতকে পছন্দ করেছি।”
উল্লেখ্য, ছবির বেশির ভাগ অংশের শুটিং হবে বালিতে।
...