বেসামাল নেইমার ! দর্শককে ঘুষি! (ভিডিওসহ)
বেসামাল নেইমার ! দর্শককে ঘুষি! (ভিডিওসহ)
চ্যাম্পিয়নস লিগের ম্যাচ নিয়ে সোশ্যাল সাইটে গালাগাল করায় আগের দিনই তাকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপসেরার প্রতিযোগিতার পরবর্তী আসরে তার এই সাজা কার্যকর হবে। এর মাঝেই আরেক অপকর্ম করে বসলেন ব্রাজিল সুপারস্টার নেইমার। রেনেঁর কাছে পেনাল্টিতে হেরে ফরাসি কাপের শিরোপা জয়ের স্বপ্নে শেষ হয়ে গেছে পিএসজির জন্য। নিজের প্রত্যাবর্তনের ম্যাচ হেরে নেইমার এমন এক কাণ্ড করলেন, যা নিয়ে এখন সোশ্যাল সাইট সরগরম।
শনিবার রাতে ম্যাচের প্রথমার্ধের ২১ মিনিটের মধ্যেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে প্রথম গোল করেন ব্রাজিলিয়ান রাইটব্যাক দানি আলভেস, পরের গোলটা করেন নেইমার। এরপরেই পাল্টা আক্রমণে ম্যাচে ফিরে রেনেঁ। ৪০ মিনিটে আত্মঘাতী গোল করেন পিএসজির ডিফেন্ডার প্রেসনেল কিমপেম্বে। ৬৬ মিনিটে রেনেঁকে সমতায় ফেরান সেন্টারব্যাক মেক্সার। এক পর্যায়ে ম্যাচ গড়ায় টাইব্রেকারে...