Saturday, December 21
Shadow

Tag: বরুণের

কে বরুণের প্রেমিকাকে হত্যা করতে চাইছেন?

কে বরুণের প্রেমিকাকে হত্যা করতে চাইছেন?

Cover Story, Entertainment
চলচ্চিত্রে বরুণ ধাওয়ানের পথচলা শুরু ২০১০ সালে। ওই বছর 'মাই নেম ইজ খান' ছবিতে তিনি সহকারী পরিচালক হিসেবে ছিলেন। তবে তিনি অভিনয় শুরু করেছেন আরও দুই বছর পর। তার প্রথম ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'। এরপর এক ডজন ছবিতে অভিনয় করেছেন। তিনি তার মনোমুগ্ধকর অভিনয় দিয়ে অসংখ্য ভক্তের মন জয় করেছেন। ভক্তদের সঙ্গে সদা খোশমেজাজে সচরাচর দেখা যায় অভিনেতা বরুণ ধাওয়ানকে। বরুণের প্রেমিকার নাম নাতাশা দালাল। দীর্ঘদিন ধরেই তাদের জানাশোনা। তবে বরুণের সঙ্গে সাক্ষাৎ করতে না পেরে তার প্রেমিকাকে খুনের হুমকি দিয়ে হইচই ফেলে দিয়েছেন এক নারী ভক্ত। টাইমস অব ইন্ডিয়া জানায়, বরুণের সঙ্গে দেখা করতে আচমকাই তার বাড়ি চলে আসেন এক নারী ভক্ত। কিন্তু ওইদিন ওই নারীর কপালে জোটেনি বরুণকে কাছ থেকে দেখার।কোনও এক কারণবশত বরুণ সেই ভক্তের সঙ্গে দেখা করতে চাননি বরুণ। পরে তার  নিরাপত্তারক্ষী ওই ভক্তকে বলে আসেন, 'স্যার আজকে দেখা করতে পারবেন...

Please disable your adblocker or whitelist this site!