বৈশাখে সালমার দুই গানের ধামাকা ভিডিও
জনপ্রিয় সংগীতশিল্পী ক্লোজআপ ওয়ান তারকা সালমা পহেলা বৈশাখ উপলক্ষে নতুন দুটি গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হচ্ছেন। এগুলোর মধ্যে ‘আউলা প্রেমে’ শিরোনামে মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রিয়াজ খান। আর ‘ভুলিয়া বন্ধু’ মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। ‘আউলা প্রেমে’ গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন জেকে মজলিশ। গানের মডেল হয়েছেন চিত্রনায়িকা আঁচল ও চিত্রনায়ক সানজু জন।
‘ভুলিয়া বন্ধুূ’ গানের মডেল হয়েছেন ইমামী ফেয়ার হ্যান্ডসাম মডেল আবিক ও নবাগত মায়া। ফোক ঘরানার গান দুটির কথা লিখেছেন জিয়া উদ্দিন আলম। সালমা মিউজিক ইউটিউব চ্যানেলে আসবে ‘আউলা প্রেমে’ মিউজিক ভিডিও।
‘ভুলিয়া বন্ধু’ গানের মিউজিক ভিডিও আসবে ম্যাক্স ব্যাগ এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে। গানটির সুর করেছেন জিয়া উদ্দিন আলম ও সংগীত পরিচালনা করেছেন ওয়াহিদ শাহীন।
সালমা বলেন, ‘ভুলিয়া বন্ধু’ গানের কথা আমার জীবনের...