নায়িকাদের বৈশাখ কেমন কাটবে
নায়িকাদের বৈশাখ কেমন কাটবে
মম, মিম আর মানতাসা—তিনজনই লাক্স তারকা। অভিনয়েও নিয়মিত। মম আর মিম তো অনেক আগেই নাটক–টেলিছবির পাশাপাশি সিনেমায় নাম লিখিয়েছেন। আর মিম মানতাসা এগোচ্ছেন একটু একটু করে। নায়িকাদের বৈশাখ কেমন কাটবে এ বিষয়ে আমরা এই তিন নায়িকার কাছে এবার কাজ নয়, জানতে চেয়েছি তাঁদের বৈশাখী পরিকল্পনা নিয়ে—
বিদ্যা সিনহা
শৈশবের বৈশাখ
ছোটবেলার পয়লা বৈশাখ কেটেছে ঘরের চার দেয়ালের মধ্যেই—নিজের বাসায়, বন্ধুদের বাসায়। তখন আমরা কুমিল্লা শহরে থাকতাম। পয়লা বৈশাখ শহরজুড়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতো, সেই সব অনুষ্ঠানে দেখতে প্রচুর মানুষের ভিড় জমত। এ কারণে মা–বাবা বের হতে দিতেন না। বাড়িতেই পয়লা বৈশাখ পালন করতাম। বাসার আশপাশের বন্ধুদের বাসায় যেতাম। বন্ধুরা আমাদের বাসায় আসত।
ছোটবেলায় পয়লা বৈশাখ মানেই নতুন পোশাক। বেশ কয়েক দিন আগে থেকেই নতুন জামা কেনা বা তৈরির প্রস্তুতি চলত। পয়লা বৈশাখের দিন নতুন ...