লড়াইটা আজ মেসি সালহার, পরিসংখ্যানটি জেনে নিন
লড়াইটা আজ মেসি সালহার, পরিসংখ্যানটি জেনে নিন
ফুটবল উন্মাদনায় ভেসে যাওয়ার রাত আজ। ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লীগের দ্বিতীয় সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা-লিভারপুল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। গত শনিবার লেভান্তেকে হারিয়ে লা লিগার শিরোপা ঘরে তুলেছে বার্সা। এবার তাদের মিশন চ্যাম্পিয়ন্স লীগ। কোপা দেল রে’র ফাইনালে থাকায় ২০০৮-০৯ ও ২০১৪-১৫ মৌসুমের পর তৃতীয়বার ‘ট্রেবল’ জেতার সম্ভাবনা বার্সার সামনে। বার্সা সভাপতি হোসে বার্তোমেউ তো বলেই দিয়েছেন, ‘আমাদের লক্ষ্য এখন ট্রেবল জেতা।’ ওদিকে লিভারপুলের চোখে ডাবল (ইংলিশ প্রিমিয়ার লীগ ও চ্যাম্পিয়ন্স লীগ) জয়ের স্বপ্ন। আর বার্সেলোনার বিপক্ষে ম্যাচের আগে দলটির জার্মান কোচ বলেন, ‘বার্সার মতো দলের বিপক্ষে কেউ ফেভারিট নয়।
তবে ন্যু ক্যাম্পও কেবল একটা স্টেডিয়াম। ফুটবলভক্তদের জন্য একটি দারুণ ম্যাচ অপেক্ষা করছে।’
চ্যাম্পিয়ন্স ...