Saturday, December 21
Shadow

Tag: লন্ডনের উৎসবে

লন্ডনের উৎসবে নোমান রবিনের ‘ব্লোসমস্ ফ্রম অ্যাশ’

লন্ডনের উৎসবে নোমান রবিনের ‘ব্লোসমস্ ফ্রম অ্যাশ’

Cover Story, Entertainment
বাংলাদেশের বাইরে বাংলা ভাষার ছবি নিয়ে বড় একটি উৎসব ‘লন্ডন বেঙ্গলি ফিল্ম  ফেস্টিভাল’। লন্ডনের উৎসবে-এর চতুর্থ আসর বসতে যাচ্ছে ১১ই এপ্রিল থেকে। উৎসব চলবে ১৩ই এপ্রিল পর্যন্ত। সেই উৎসবের পর্দা উঠবে পরিচালক নোমান রবিনের ‘ব্লোসমস্ ফ্রম অ্যাশ (ছাই থেকে ফুল)’ তথ্যচিত্র দিয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন নোমান রবিন। তিনি জানান, এটি আমার প্রথম জিয়ো পলিটিক্যাল ফিল্ম। এই চলচ্চিত্রটি সাহসের সাথে প্রকাশ করবে মায়ানমারের রাখাইন রাজ্যের সঙ্গে রোহিঙ্গা জনগোষ্ঠীর হাজার বছরের সম্পর্ক। কেন রাখাইন রাজ্য থেকে তাদেরকে নির্মমভাবে উচ্ছেদ করা হয়েছে, সেই কারণও খোঁজা হয়েছে এই তথ্যচিত্রে। আমি মনে করি লন্ডন হচ্ছে এই চলচ্চিত্রটি প্রদর্শনের উপযুক্ত স্থান। উৎসবে আমিও অংশ নিব। এদিকে চলচ্চিত্র নির্মাতা ও উৎসব পরিচালক মুনসুর আলী বলেন, আমরা লন্ডনে দীর্ঘ দিন ধরে মায়ানমারের রাষ্ট্রপ্রধান আন সান সুচি’র বিরুদ্ধে জনমত গড়ে তুলেছ...

Please disable your adblocker or whitelist this site!