আবারও উষ্ণতা ছড়ালেন সারা খান !
সারা খান । ছোটপর্দার পরিচিত নাম। অভিনয়ের পাশাপাশি সাহসী পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি দিয়েও যথেষ্ট পরিচিতি পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সারার অনুরাগীর সংখ্যা কম নয়। এর আগেও তার সাহসী পোশাকের ছবি ভাইরাল হয়েছিল। ফের সে ধরনের ছবি শেয়ার করলেন তিনি।
স্বল্পবসনায় নিজের ছবি শেয়ার করেছেন সারা। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আরও হিংসে করুন। সেটা আমার উন্নতিতে সাহায্য করবে।’ এর আগেও সারার এ ধরনের লুক ভাইরাল হয়েছিল। ফলে ক্যাপশনটি বিশেষ কারও উদ্দেশে তিনি লিখেছেন কিনা, তা নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে।
২০০৭ সালে মিস ভোপালের শিরোপা জিতেছিলেন সারা। ২০১০ সালে‘বিগ বস ৪’-এ অংশ নিয়েছিলেন। এতদিন দর্শকদের কাছে সারার লুক ছিল নম্র আর বিনয়ী ধরণের। কিন্তু স্বল্পবসনার ছবি প্রকাশ্যে আসার পর সেই ধারণা বদলে গেছে। ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, এই ছবি দেখার পর এবার হয়তো অন্য ধরনের চরিত্রের জন্য সারাকে প্রস্তাব দিবেন পরি...