‘আমার ছেলে বন্ধুর সংখ্যা একটু বেশি’ : সোনাক্ষি
বলিউডের বেশিরভাগ অভিনয় কিংবা সিনেমা দিয়ে যতটা না আলোচনায় থাকেন, তারচেয়ে বেশি থাকেন প্রেম ও বিয়ে নিয়ে। অভিনেত্রী সোনাক্ষি সিনহাও এই গণ্ডির বাইরে নয়। বি-টাউনে এখন গুঞ্জন চলছে, ‘নোটবুক’ অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেম করছেন সোনাক্ষি সিনহা। এ কাহিনী বেশি গাঢ় না হতেই খোলাসা করলেন এই অভিনেত্রী।
‘আমার ছেলে বন্ধুর সংখ্যা একটু বেশি’ : সোনাক্ষি
তিনি বলেছেন, ‘কে কি বললো বা না বললো, বিশ্বাস করুন আমি একদমই চিন্তা করি না। সেটা নিয়ে ভাবাটা আমার কাজ নয়। কিন্তু কিছু মানুষের কাজ হচ্ছে বলে যাওয়া। এই যে এই গুঞ্জটা কিন্তু ওরাই তুলেছে। কিছু তো বলতে হবে, এ ছাড়া কী করার আছে তাদের? আমার ছেলে বন্ধুবান্ধবের সংখ্যা একটু বেশি, এইতো! এখন আপনি যদি প্রত্যেকের সঙ্গেই আমার লিংক করে দেন, তো সেটা আমার সমস্যা নয়।’
এর আগে সোনাক্ষী বলেন, ‘আলিয়া ও বরুণের আগেই আমি বিয়ে করব। আমি তো বিয়ে করে সেটল হতেই চাই। কিন্তু পাত্র কই...