সব বাধা অতিক্রম করে নতুন লুকে অপু বিশ্বাস
সব বাধা অতিক্রম করে নতুন লুকে অপু বিশ্বাস
অপু বিশ্বাস। মাঝে বিরতিতে থাকলেও ঢালিউডের জনপ্রিয় এই মুখ আবারো চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ নামে নতুন এ ছবির বেশকিছু অংশের কাজ শেষ করেছেন তিনি। এ ছবিতে তার বিপরীতে বাপ্পি চৌধুরী অভিনয় করছেন। অন্যদিকে কলকাতার ‘শর্টকাট’ ছবিটিতে অপুর বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত ও গৌরব চক্রবর্তী। অপু বিশ্বাস বলেন, আমি বেশি কাজের পক্ষে না। দেখে শুনে একটা-দুইটা ভালো কাজ করতে চাই। ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির বাকি কাজ সামনে শুরু হবে। ছবির কাজটি ভালোভাবেই এগুচ্ছে।
আর ‘শর্টকাট’ ছবির সব কাজ শেষ। শুধু ডাবিং হলেই ছবিটি সামনে মুক্তি পাবে। এদিকে আকাশ আমিনের পরিচালনায় ‘সুন্দরী নারিকেল তেল’-এর বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করেছি। ভারতে বর্তমানে এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। এ কাজটিও দর...