অপূর্ব-উর্মিলা জুটির ‘মানিব্যাগটি কার?’
অপূর্ব-উর্মিলা জুটির 'মানিব্যাগটি কার?'
প্রায় প্রতিটি মানুষের পকেটেই থাকে মানিব্যাগ। মানুষ তার দৈন্দিন নানান কাজের জন্য এটা ব্যবহার করে থাকে। ঢাকায় বসবাসরত তেমনই একজন মানুষ অপূর্ব। রয়েছে তার প্রেমিকা, পরিবার। কিন্তু ওই যে মানিব্যাগটা সেটা প্রায় সময়ই ফাঁকা থাকে। যার ফলে অনেক কাজই তার অসম্পূর্ণ থেকে যায়। সেটা কখনও পরিবারের চাহিদা আবার কখনও প্রেমিকার, কখনও কখনও নিজের। এই চাহিদা পূরণের নানা টেনশনে অপূর্বের হাতে একটি মানিব্যাগ আসে।
খুশিতে আত্মহারা কারণ মানিব্যাগটিতে অনেক টাকা। সবার চাহিদা পূরণ করে দেয় সেই টাকায়। এরপর থেকেই শুরু হয় রহস্যেঘেরা একটি সময়। যে সময়টা পাড় করতে গিয়ে অপূর্ব জানতে পারে এক কষ্টের গল্প। সেই গল্পের জায়গাটা আসলেই অনেক মানসিক টানাপোড়েনের। আর এমনই দৃশ্যপটে নির্মিত হয়েছে বৈশাখের বিশেষ নাটক ‘মানিব্যাগটা কার?’।
কুদরত উল্লাহ’র গল্প ভাবনায় নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছ...