অমৃতা খান Archives - Mati News
Saturday, December 13

Tag: অমৃতা খান

বছরে একটার বেশি না : অমৃতা খান

বছরে একটার বেশি না : অমৃতা খান

Cover Story, Entertainment
কিছুদিন আগে অভিনেতা রাশেদ মামুন অপু ‘জায়গা দিও’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেন। ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন চলচ্চিত্রের অভিনেত্রী অমৃতা খান। আর গানটি সুর করার পাশাপাশি গেয়েছেন শাওন গানওয়ালা। মিউজিক্যাল ফিল্ম ঘরানার এ গানটি গত ৪ঠা এপ্রিল ধ্রুব মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। লুৎফর হাসানের কথায় এ গানের সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। এদিকে এ কাজের পর আবারো মিউজিক ভিডিওতে কাজের প্রস্তাব পেয়েছেন অমৃতা খান। মিউজিক ভিডিও সামনে আবার করা হবে কি-না জানতে চাইলে এই চিত্রনায়িকা জবাবে বলেন, আপাতত না। বছরে একটার বেশি মিউজিক ভিডিওতে কাজ করতে চাই না। উল্লেখ্য, অমৃতা খান চলচ্চিত্রের বাইরে এর আগে কন্ঠশিল্পী শহীদ এবং আহম্মেদ হুমায়ুনের গাওয়া দুটি গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেন।...