Sunday, March 16

Tag: আপওয়ার্ক

ভূতের এত ক্ষমতা? বন্ধ হলো আপওয়ার্ক

ভূতের এত ক্ষমতা? বন্ধ হলো আপওয়ার্ক

Cover Story, Tech news
দেশের প্রায় ৬৩ হাজার সক্রিয় ব্যবহারকারীকে দুশ্চিন্তায় ফেলে দিয়ে হুট করে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন মার্কেটপ্লেস আপওয়ার্ক ডটকম। ২৪ ঘণ্টা ধরে অনেকেই আর এতে ঢুকতে পারেননি। ফ্রিল্যান্সারদের মাঝে প্রশ্ন ওঠে, সরকার কি দেশে বৈদেশিক মুদ্রা আনার এ সাইটটিকে ব্লক করে দিল? কিন্তু সরকার কেন এমনটা করবে? সরকার এ খাতটিকে এখন সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। তথ্যপ্রযুক্তি খাত থেকে ২০২১ সালের মধ্যে ৫ বিলিয়ন আয়ের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। ইতিমধ্যে এক বিলিয়নের কাছাকাছি আয় আসছে এ খাত থেকে, যার সিংহভাগ আসছে ফ্রিল্যান্সারদের হাত ধরে। এই ফ্রিল্যান্সারদের অনেকেই আপওয়ার্কে কাজ করেন। তাঁরা একদিন সেখানে কাজ না করতে পারলে কত ক্ষতি। ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ বন্ধ। দেশের দুর্নাম। অথচ কেন আপওয়ার্ক বন্ধ হয়ে গেল, তার কোনো কারণ কেউ স্বীকার করে না। এর আগে গত ডিসেম্বরে গুগলের কিছু সেবা ব্যবহারে বিঘ্নের মুখে পড়েন ব্যবহা...