আহনা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গান্ধী বলেই ভুল করছেন
আহনা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গান্ধী বলেই ভুল করছেন
সম্প্রতি আহনা কুমরাকে সবাই প্রিয়ঙ্কা গান্ধী বলেই উল্লেখ করছেন। আসলে ‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’ ছবিতে তিনি অভিনয় করেছেন এই চ্যালেঞ্জিং চরিত্রে।
বিতর্ক তাঁর ছবিকে তাড়া করেছে বার বার। কখনও সেন্সর বোর্ডের কাঁচি, কখনও বা রাজনৈতিক দলের হুমকি। তাঁর ছবি যেন বিতর্কেরই জন্য তৈরি।
এই বলিউড নায়িকার নাম আহনা কুমরা। তবে শুধু তার ছবির জন্য তিনি বিতর্কের শিকার এমনটা নয় কিন্তু। প্রতিবাদী হিসাবে এই অভিনেত্রীকে অনেকেই চেনে।
#মিটু আন্দোলনের সময় তিনি পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। সালোনি চোপড়া নামের এক অভিনেত্রীর অভিযোগের সূত্র ধরেই প্রকাশ্যে অভিযোগ আনেন আহনা ।
প্রথমে ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’র লীলার চরিত্র তাকে জনপ্রিয় করে। ফটোগ্রাফার প্রেমিকের সঙ্গে যে মেয়েটি পালাতে চায়, বাড়ি থেকে ঠিক ক...