ইউটিউবের স্বর্ণযুগ তাহলে ফুরাচ্ছে?
'আমাদের সাথে তারা যা করছে তা মোটেও ঠিক নয়, এটা ঠিক নয়'। ক্ষোভ নিয়ে কথাগুলো বলছিলেন ড্যানি। ইউটিউবের অসংখ্য ভিডিও বানিয়েদের মধ্যে একজন তিনি। ইউটিউবের মৃত্যু ঘটতে চলেছে তাই বলতে চাইছেন তিনি। অন্তত যে ইউটিউব নিয়ে তারা বড় হয়েছেন, সে ইউটিউব আর নেই। শুরু থেকে ক্রমেই বোঝা যাচ্ছিলো, পৃথিবীতে এই সর্ববৃহৎ ভিডিও প্লাটফর্মটি চমকপ্রদভাবে অদ্ভুত, উদ্ভাবনী এবং উদ্যমীদের তৈরি করা ভিডিওগুলোকে উৎসাহ দেবে। আবার লেট-নাইট শো ক্লিপ এবং মিউজিক ভিডিও থেকেও দূরে সরবে না।
ইউটিউবের দুই জনপ্রিয় চরিত্র ফিলিপ্পো ভাতৃদ্বয়। তারা জমজ। নিজেরাই অভিনয় করেন, স্টান্ট হন। কিন্তু এই প্লাটফর্মের যে বিশাল দর্শকশ্রেণীর জন্যে তারা ভিডিও বানাতেন, তারা মনে হয় আর এই দুজনকে দেখতে চায় না। দুই ভাই ইউটিউবের সবচেয়ে জনপ্রিয় ভিডিও'র একটির খোঁজ চালালেন, মর্টাল কম্ব্যাটে ভয়ংকরতম 'ফাটালিটি'। দেখা গেলো এগুলো নকল ভিডিও, বার বার আপলোড করা ভি...