বিশ্বে এই প্রথম সশস্ত্র উভচর ড্রোন বোট বানালো চীন
বিশ্বে এই প্রথম সশস্ত্র উভচর ড্রোন বোট বানালো চীন
সশস্ত্র উভচর ড্রোন বোট বানিয়েছে চীন। চীনই হলো বিশ্বের প্রথম কোনো দেশ যারা এ ধরণের ড্রোন বোট বানিয়েছে। চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি কর্পোরেশনের (সিএসআইসি) অধীনে উচাং শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি গ্রুপ এটি নির্মাণ করেছে। এর নাম দেয়া হয়েছে মেরিন লিজার্ড।
জানা গেছে, নতুন এই প্রযুক্তি স্থল অভিযানে ব্যবহার করা হতে পারে। এ ছাড়া এটা ড্রোন বিমান এবং ড্রোন জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপন করে ত্রিমুখি শক্তি হিসেবে কাজ করতে সক্ষম। জাহাজের আকারে তৈরি ১২ মিটার দীর্ঘ এই মেরিন লিজার্ড ডিজেলের হাইড্রোজেট দ্বারা পরিচালিত। এটি নিজের অবস্থান লুকিয়ে রেখে ৫০ নট গতিতে ছুটতে পারে।
এই উভচর ড্রোন শরীরে লুকানো চারটি ট্রাকিং ইউনিট বের করে আনতে পারে। এটা ঘন্টায় ২০ কিলোমিটার গতিতে চলতে পারে। মেরিন লিজার্ডে একটি ইলেক্ট্রো-অপটিক্যাল সিস্টেম এবং একটি রাডার সিস্টেম রয়েছে। অ...