এলজির ফাইভ-জি ফোনের ক্যামেরায় আরো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্ত্বা
এলজির ফাইভ-জি স্মার্টফোন ভি৫০ থিনকিউ-তে আরো দ্রুতগতির এবং উন্নত কৃত্রিম বৃদ্ধিমত্ত্বা যুক্ত করা হয়েছে। মঙ্গলবার এলজির পক্ষ থেকে এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।
গত ফেব্রুয়ারিতেই স্পেনে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের প্রযুক্তি মেলায় এলজি তাদের প্রথম ফাইভ-জি স্মার্টফোনটির মোড়ক উন্মোচন করে। এরপর গত ৩ এপ্রিল দক্ষিণকোরিয়ায় বিশ্বের প্রথম বাণিজ্যিক ফাইভ-জি মোবাইল নেটওয়ার্ক চালু করা হয়। আর আগামী ১৯ এপ্রিল ভি৫০ থিনকিউ স্মার্টফোনটি বাজারে ছাড়া হবে।
এলজি বলেছে, ফাইভজিতে যেহেতু লোকে খুবই দ্রুতগতিতে অল্প সময়ে প্রচুর পরিমাণে ডাটা ডাউনলোড করতে পারবে সেহেতু আমরা ফাইভ-জির ভি৫০ থিন কিউ এবং ফোর-জির জি৮ থিনকিউ স্মার্টফোন দুটিতে কৃত্রিম বুদ্ধিমত্ত্বা আরো উন্নত করেছি। ফলে ইউজাররা আরো দ্রুত এবং সঠিকভাবে তথ্য সার্চ করতে পারবেন। আর ক্যামেরায়ও আরো ভালো মানের ছবি তুলতে পারবেন। কোনো বিশেষ ছবি সার্চ করতে গেলেও অনেক স...