Monday, December 23
Shadow

Tag: কনার

পহেলা বৈশাখে কনার তিন গান

পহেলা বৈশাখে কনার তিন গান

Cover Story, Entertainment
  পহেলা বৈশাখে কনার তিন গান পহেলা বৈশাখ আজ। আর এই উৎসবটিকে কেন্দ্র করে আয়োজনও কম নয়। বিশেষ করে সংগীত তারকারা আজ ব্যস্ত থাকবেন গান নিয়ে। আর তারই ধারাবাহিকতায় জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনাও ব্যস্ততম দিন কাটাবেন আজ। এদিকে এ দিবসকে কেন্দ্র করে প্রকাশ হয়েছে কনার তিনটি গান। এরমধ্যে একটির শিরোনাম হলো ‘আইছে পহেলা বৈশাখ’। ভিশন ফ্যান নিবেদিত এ গানটি কনার একক কণ্ঠে গাওয়া। অন্যদিকে জেড এস এন্টারটেইনমেন্ট থেকে প্রকাশ হয়েছে কনা ও ওপার বাংলার আকাশ সেনের নতুন গান ‘লাল শাড়ি’। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ। আর ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা। সিএমভি থেকে প্রকাশ হয়েছে ‘কে কত দূরে’ শিরোনামের একটি দ্বৈত গান। এ গানে কনার সহশিল্পী ইমরান। এ নতুন এ গানগুলো নিয়ে কনা বলেন, বৈশাখ মানেই আসলে আনন্দ ও গান। তাই পহেলা বৈশাখে তিনটি গান তিনটি ব্যানার থেকে প্রকাশ পেয়েছে। প্রতিটি গানই আলাদা ঢং...

Please disable your adblocker or whitelist this site!