কুসুম্বা মসজিদ : বিস্ময়ে পরিপূর্ণ একটি মসজিদ
আত্রাই নদীর দক্ষিণ-পশ্চিম অংশে কুশুম্বা মসজিদ নামে একটি সুলতানি আমলের মসজিদ রয়েছে। নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে ৫৮ ফুট লম্বা ও ৪২ ফুট চওড়া মধ্যযুগীয় মসজিদটি প্রতিষ্ঠিত হয়। যেখানে এটি স্থাপন করা হয়েছে সেই গ্রামের নামে এটির নামকরণ করা হয়েছিল। বর্তমানে কুসুম্বা মসজিদ বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটি সম্পত্তি। 1558 খ্রিস্টাব্দ থেকে 1559 খ্রিস্টাব্দ পর্যন্ত মসজিদের নির্মাণ কাজ অব্যাহত ছিল।
মসজিদটি একজন আফগান শাসকের আমলে নির্মিত হয়েছিল। মসজিদের একটি মিহরাবের শীর্ষে সুলতান আলাউদ্দিন শাহের নাম রয়েছে তাই ধারণা করা হয় যে মসজিদটি তাঁর শাসনামলে নির্মিত হতে পারে। মসজিদের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন একজন উচ্চপদস্থ কর্মকর্তা, যার নাম সুলাইমান।
যদিও মসজিদটি সিউরি শাসনের অধীনে নির্মিত হয়েছিল, তবে স্থাপত্য শৈলীটি উত্তর ভারতের পূর্বের সিউরি স্থাপত্য দ্বারা প্রভাবিত হয়নি। মসজি...