কোকাকোলাকে কীসের সঙ্গে তুলনা করলেন বিজ্ঞানীরা? জানলে আজই সাবধান হবেন
স্থূলতা, টাইপ টু ডায়াবেটিস এবং দাঁতের ক্ষয়সহ অনেক ক্ষতির জন্য দায়ী কোকাকোলার মতো কোমল পানীয়। গবেষণায় দেখা গেছে কোকাকোলার একটি ক্যান পান করার এক ঘন্টার মধ্যেই শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে শুরু করে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর তথ্য অনুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের জনসংখ্যার প্রায় অর্ধেক দিনে কমপক্ষে একটি চিনিযুক্ত পানীয় পান করবে। অল্প বয়স্করা চিনিযুক্ত পানীয়ের সবচেয়ে নিয়মিত ভোক্তা।
তারা জানে না যে এক গ্লাস কোকাকোলাতে আছে 37 গ্রাম চিনি বা প্রায় 10 চা চামচ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রতিদিন 6 চামচের বেশি চিনি খেতে নিষেধ করেছে।
2015 সালের একটি গবেষণায় বিশ্বব্যাপী 184,000 জনের মৃত্যুর নেপথে ছিল কোকাকোলার মতো চিনিযুক্ত পানীয়।
শরীরে প্রভাব
ব্রিটিশ ফার্মাসিস্ট নিরজ নায়েকের জানান, কোকাকোলার একটি ক্যান খাওয়ার...