আমার চমৎকার একজন জীবনসঙ্গী আছে : কোহলি
আমার চমৎকার একজন জীবনসঙ্গী আছে : কোহলি
বলিউড আর ক্রিকেটের দুর্দান্ত এক জুটি। যাকে বলে মণিকাঞ্চনযোগ। একজন ক্রিকেটে সেরা, অন্যজন অভিনয়ে। বিয়ের আগে এই আনুশকা শর্মার জন্যই কত ট্রল সহ্য করতে হয়েছিল বিরাট কোহলিকে। বলা হচ্ছিল, আনুশকা মাঠে যান বলেই নাকি কোহলির ফর্ম পড়তির দিকে। কিন্তু বাস্তব উদাহরণ দিয়ে ভারত অধিনায়ক প্রমাণ করেছেন যে, স্ত্রী ভাগ্যই তাকে বদলে দিয়েছে। এখন তিনি বিশ্বের সবচেয়ে ভয়ংকর ব্যাটসম্যান।
টানা ৬ ম্যাচ হারের পর শনিবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে চলতি আইপিএলে প্রথম জয় পেয়েছে কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচ শেষে কোহলি জানান, বাজে সময়ে স্ত্রী আনুশকা শর্মাই হয়ে ওঠেন সবেচেয়ে বড় অনুপ্রেরণা। কোহলির ভাষায়, 'আমি যখন বাজে সময়ের মধ্যে দিয়ে যাই, আনুশকা সব সময়ই প্রেরণা দেয়। আমাকে মানসিকভাবে ইতিবাচক রাখে। খেলার বাইরে নিজেদের মধ্যে সময় কাটানোটাও কাজে দেয়।'
দুই বছ...