সামাজিক গল্প : সেরা উপহার
লেখক: জাহানারা পারভীন
শাশুড়ী মা শুভ্রার ঘরে উঁকি দিয়েই বলল, তা তোমাকে না কতবার বলেছি, ছেলেটা প্রেস থেকে আসার আগেই একগ্লাস লেবু শরবত টেবিলে রাখবে। এদিকে গরমটা বাড়ছে। তোমার আর জ্ঞান হবে না বাপু? পুরুষ মানুষকে একটু যত্নের উপর রাখতে হয়। বাবারে ভালবাসাকে মজবুত করা কি অত সহজ?
শুভ্রা তাড়াতাড়ি ফ্রিজে খুলে লেবুটা চটকে চিনি গুলতে লাগলো। গ্লাসটা আঁচল দিয়ে মুছে পিরিচ দিয়ে ঢেকে টেবিলের উপর রাখলো। ওর চোখটা টেবিলের কোনে রাখা নতুন একটা বইয়ের দিকে চলে গেল। নতুন বইয়ের গন্ধ নিতে শুভ্রার বরাবরই ভালো লাগে। দু একটা পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শাশুড়ী মায়ের হাঁক শুনে বেড়িয়ে গেল।
শুভ্রা এবাড়িতে এসেছে তিন বছর হলো। স্বামী সাজেক রহমান পৈত্রিক সুত্রে পাওয়া বইঘর প্রকাশনীর দেখভাল করে। অতি ভদ্র মানুষ। মায়ের প্রতি অপার মমতা। শুভ্রা যদি শাশুড়ীকে নিয়ে কিছু অভিযোগ আনে তখনই সাজেক ওর হাত ধরে বলে, একটু মেনে না-ও গো। ম...