স্বামী-স্ত্রীর রোমান্টিক কষ্টের গল্প : বিচিত্র জীবন
স্বামী-স্ত্রীর রোমান্টিক কষ্টের গল্প : বিচিত্র জীবন
লেখক: রাজু আহাম্মেদ
জুলাই মাসের তের তারিখ। মিনু'র জীবনে বিশেষ দিন আজ। সেজেগুজে অপেক্ষা করছে প্রিয়তম স্বামীর জন্য। রাত ন'টা নাগাদ ঘরে ফিরলো জামাল রহমান। স্ত্রীর সাজসজ্জ্বায় বিন্দুমাত্রও বিস্মিত হলো না সে। ড্রয়ার থেকে একটা ফাইল বের করেই বেরিয়ে যাচ্ছিলো। মিনু পথ আগলে বললো, কই যাচ্ছো? আজ না গেলে হয় না?
স্বাভাবিক বিনয়ের অনুরোধ তবু জামাল রাগের স্বরে বললো, না। হয় না। আর এই রাত্রিবেলা এত সেজেছো কেন?
-কেন, সেজেছি? তুমি জানোনা?
-না। পথ ছাড়ো। অফিসে যেতে হবে, অনেক কাজ আছে।
মিনু সরে দাঁড়ালো। কর্মব্যস্ত মানুষটাকে বলাই হলো না, আজ তাদের বিবাহ-বার্ষিকী। আর বলেই বা লাভ কি! মানুষটা কাজ ছাড়া কিচ্ছু বোঝে না। বিয়ের পরপর'ই একটু একটু করে কতটা বদলে গেছে সে। মিনু সাজ নষ্ট করে দরজা আটকিয়ে শুয়ে পড়লো। শখের রান্না রান্নাঘরেই রয়ে গেলো।
রাত সাড়ে দশ'টা...