নতুন নামে পরিচিত হচ্ছেন চুমকী
নতুন নামে পরিচিত হচ্ছেন চুমকী
অভিনয়ের পাশাপাশি নাটক রচনা ও পরিচালনা করেছেন। এবার গীতিকার হিসেবেও আত্মপ্রকাশ করতে যাচ্ছেন নাজনীন হাসান চুমকী। ‘শোন তোমাকে বলছি’ শিরোনামের গানটিতে সুর করার পাশাপাশি কণ্ঠ দিয়েছেন শাহেদ নাজির হেডিস। সংগীতায়োজনে শাহেদ নাজির হেডিস ও সনু সৌরভ। গানটি নিজের রচনা ও পরিচালনার নাটক ‘পিঁউ, একটি পাখির নাম’-এ ব্যবহার করেছেন চুমকী।
আরো পড়ুন : যে খাবারে দরকার নেই মেয়াদ উত্তীর্ণের তারিখ
৭ থেকে ২১ এপ্রিল ‘এগিয়ে যাওয়ার নেই মানা’ শিরোনামে আরটিভিতে প্রচারিত হবে ৭ নারী নির্মাতার ৭টি বিশেষ নাটক। সেখানে দেখানো হবে নাটকটি। এতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, মুশফিক আর ফারহান, অশোক বেপারি, শিল্পী সরকার অপু প্রমুখ। গানটি নিয়ে চুমকী বলেন, ‘শাহেদ নাজির হেডিসের উৎসাহেই গানটি লিখেছি। আমি প্রায়ই ছোট ছোট লেখা মোবাইলে সেভ রাখি। তেমনই দুটি লেখা তাকে পাঠালে সে সুর করে রাখে। এই...