জাদুঘর Archives - Mati News
Friday, December 5

Tag: জাদুঘর

এ বড় আজব জাদুঘর

এ বড় আজব জাদুঘর

Cover Story, Tech news
সাধারণত জাদুঘর বলতে আমরা বুঝি যেখানে বেশ পুরনো এবং বিখ্যাত জিনিসপত্র সংরক্ষণ করা হয়। সবচেয়ে সফল, জনপ্রিয় কিংবা আলোচিত বিষয়গুলোই অন্তর্ভুক্ত করা হয় এখানে। কিন্তু সুইডেনে তৈরি হয়েছে একেবারেই ভিন্ন এক জাদুঘর। বিবিসি এক ভিডিও প্রতিবেদনে জানায়, এই জাদুঘরে কেবল ব্যর্থ এবং অজনপ্রিয় বিষয়গুলোই স্থান পায়। বিশেষ করে কারও কোনও উদ্ভাবন জনপ্রিয়তা কিংবা আশানুরূপ সফলতা না পেলে সেগুলো এখানে নিয়ে আসা হয়। আরেক সংবাদমাধ্যম সিবিসি জানিয়েছে, এটাকে মিউজিয়াম অব ফেইল্যুর (ব্যর্থতার জাদুঘর) নামে ডাকা হয়। ইতোমধ্যে বেশ সাড়াও ফেলেছে এটি। জাদুঘরটির প্রতিষ্ঠাতা সুইডেনভিত্তিক সাংগঠনিক মনোবিজ্ঞানী স্যামুয়েল ওয়েস্ট। এই জাদুঘরে সব মিলিয়ে ১৩০টি ব্যর্থ উদ্ভাবন রাখা হয়েছে। ব্যর্থতার জাদুঘরপ্রতিষ্ঠার পেছনে অন্যরকম একটি উদ্দেশ্য রয়েছে। সফলতার ঘটনাগুলো সাধারণত আমাদের সবারই জানা হয়। কিন্তু সফল হওয়ার আগে একজন মানুষ কতবার ...