ডা. এজাজ : শুধুই নাটক নয়
আরটিভিতে গত বছরের শেষের দিকে প্রচার শুরু হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় অভিনেতা ডা. এজাজুল ইসলামের পরিকল্পনা, রচনা ও নির্দেশনায় স্বাস্থ্য সচেতনতা বিষয়ক ধারাবাহিক নাটক ‘স্বাস্থ্য মামা’। সপ্তাহের প্রতি শনিবার বিকাল ৫টা ৪০ মিনিটে নাটকটি নিয়মিত প্রচার হচ্ছে। ডা. এজাজ জানান, এটা শুধুই নাটক নয়।
নাটক প্রচারের শেষে দর্শকের উদ্দেশ্যে তিনি হেলথ টিপস দিয়ে থাকেন। দেশে এবারই প্রথম এই ধরনের নাটক নির্মাণ হয়েছে যা প্রচার শেষে দর্শকের উদ্দেশ্যে হেলথ টিপস দেয়া হয়। ডা. এজাজ আরো জানান, এসিআই ওআরএস’র সৌজন্যে নির্মিত এই ধারাবাহিকটি নিয়ে আরটিভি কর্তৃপক্ষ যেমন সন্তুষ্ট ঠিক তেমনি মাত্র কয়েক মাসের প্রচারেই দর্শকের কাছ থেকেও তিনি বেশ সাড়া পাচ্ছেন।
নাটকটিতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডা. এজাজুল ইসলাম। নিয়মিত আরো অভিনয় করছেন ফারুক আহমেদ, শামীমা নাজনীন, হোসনে আরা পুতুল ও শতদল বড়ুয়া বিলু।
https://www.y...