ধর্ম ব্যবসায়ীরা একুশে ফেব্রুয়ারী ও পহেলা বৈশাখের বিরুদ্ধে : তসলিমা নাসরিন
ধর্ম ব্যবসায়ীরা একুশে ফেব্রুয়ারী ও পহেলা বৈশাখের বিরুদ্ধে : তসলিমা নাসরিন
বাংলাদেশের দুটো জিনিস নিয়ে গর্ব করতেই হয়। এক, একুশে ফেব্রুয়ারী উৎযাপন। দুই, পয়লা বৈশাখ উৎযাপন। পয়লা বৈশাখের সকাল থেকেই যে নাচ, গান, মেলা আর মংগল শোভাযাত্রা হয়, তার কোনও তুলনা হয় না। আরবের গোলামেরা বা ধর্ম ব্যবসায়ীরা এসবের খুব বিরুদ্ধে। একুশে ফেব্রুয়ারীতে শহিদ মিনারে ফুল দেওয়া যাবে না, ওটা নাকি হিন্দুয়ানি কালচার। কোনও অনুষ্ঠানে প্রদীপ জ্বালানো চলবে না, ওটাও নাকি হিন্দুয়ানি। পয়লা বৈশাখে মংগল শোভাযাত্রা করা চলবে না, ওটাও হিন্দুয়ানি কালচার।
হিন্দুয়ানি কালচারকে ভীষণ ভয় ওদের। ওরা আরবের বহুঈশ্বরবাদী পেগানদের কালচারটাকে পছন্দ করে, ওদের পয়গম্বর যেমন পছন্দ করেছিল, পছন্দ করে সব আচার অনুষ্ঠান আত্মসাৎ করেছিল। কেন বাপু, চলতে ফিরতে, উঠতে বসতে, খাওয়ায় দাওয়ায়, পোশাকে আশাকে, কথায় বার্তায় যা কিছুই তোমার, সবই তো হিন্দুয়ানি কালচার, ক...