আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী : তুষ্টি
আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী : তুষ্টি
একই সিনেমায় বাংলা ও ইংরেজি দুই ভাষাতে সংলাপ বলে বলে অভিনয় করলেন দর্শকপ্রিয় অভিনেত্রী শামীমা তুষ্টি। গাজী রাকায়েতের নির্দেশনায় সরকারী অনুদানের এ সিনেমার নাম ‘গোঢ়’। এরইমধ্যে সিনেমাটির কাজ শেষও করেছেন তুষ্টি। আবারো সরকারী অনুদানের সিনেমায় অভিনয় করে বেশ সন্তুষ্ট এ অভিনেত্রী।
এর আগে গোলাম রব্বানী বিপ্লবের নির্দেশনায় তুষ্টি সরকারী অনুদানের সিনেমা ‘স্বপ্নডানায়’তে অভিনয় করেন। ‘গোঢ়’ সিনেমায় এ অভিনেত্রী গাজী রাকায়েতের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে তুষ্টিবলেন, এই সিনেমাতে সব অভিনয়শিল্পীকে বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই সংলাপ বলে বলে অভিনয় করতে হয়েছিলো। যে কারণে এই সিনেমাতে অভিনয় করাটা প্রত্যেক শিল্পীর জন্যই অনেক চ্যালেঞ্জিং ছিলো।
তবে আমরা প্রত্যেকেই যার যার চরিত্রে যথাযথ অভিনয় করার চেষ্টা করেছি। আমি সিনেমাটি নিয়ে খুব আশাবাদী। আ...