দারাজের বিক্রেতাদের নতুন কৌশল, পাচার হচ্ছে তথ্য
নাম প্রকাশে অনিচ্ছুক রাজধানীর আদাবরের বাসিন্দা দারাজে (বাংলাদেশ) একটি পণ্য অর্ডার করেছেন। অর্ডার করেছেন ৬ জুন দুপুরে। আর সেদিন বিকালেই তার কাছে ফোন করে সেলার। মানে, যিনি পণ্যটা সরবরাহ করবে তিনি। সাধারণত ক্রেতার কাছে সেলারের সরাসরি এভাবে ফোন করার কথাই নয়। সেই সেলার ক্রেতাকে বলেন, ‘দারাজে অর্ডার দিলে অনেক ঝামেলা দেরি-টেরি হয়। আপনি বরং অর্ডারটা ক্যানসেল করে দিন। আমরা কালকেই আপনাকে পাঠিয়ে দিব। ওয়েবসাইটে যে টাকাটা আসবে সেটাই আমাদের ডেলিভারি ম্যানকে পে করে দিলেই হবে।’
এরপর নিজের বিশ্বস্ততা প্রমাণের জন্য ওই বিক্রেতা তার নম্বর (01916-751850) থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্রেতার ডেলিভারি ঠিকানা, ফোন নম্বর সব শেয়ার করেন। তিনি বোঝাতে চান যে, তিনি আসলে দারাজেরই সেলার। তার কাছে ক্রেতার সমস্ত তথ্য আছে।
ওই ক্রেতা ভদ্রলোক জানতে চাইলেন, পণ্যে সমস্যা থাকলে দারাজে তো সাত দিনের মধ্যে রিফান্ড পা...