বিচার করতে হবে পুলিশেরও
বিচার করতে হবে পুলিশেরও
আসিফ নজরুল
ওসি-কে ক্লোজ করা বা প্রত্যাহার করা আসলে কোন শাম্তি না। পাষন্ড সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা করে যেভাবে নিগৃহীত হয়েছে নুসরাত তাতে দায় ছিল স্থানীয় পুলিশের। একারনেই হয়তো নুসরাতের গায়ে আগুন দেয়ার সাহস দেখাতে পেরেছে দুবৃত্তরা। সে ঘটনাকেও আত্নহত্যার চেষ্টা বলে দেখাতে চেয়েছিল স্থানীয় পুলিশ।
এত বড় বড় অপরাধের শাস্তি শুধু পুলিশের কর্মস্থল পরিবতর্ন করে দেয়া?
এটা হতে পারে না। নুসরাত হত্যাকান্ডে পুলিশের ভূমিকো প্ররোচক বা সহযোগীর মতো।
নুসরাতের জন্য মায়া থাকলে সিরাজ ও তার সহযোগীদের সাথে সাথে ঐ পুলিশদেরও উপযুক্ত বিচারের দাবীতে সোচ্চার হোন। ফেসবুক থেকে...