পূজারিনিকে Archives - Mati News
Sunday, December 14

Tag: পূজারিনিকে

পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে?

পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে?

Cover Story, Entertainment
পূজারিনিকে নাম না লিখে জন্মদিনে ফুল দিলেন কে? জন্মদিন আর সকলের মতোই স্পেশাল অভিনেত্রী পূজারিনি ঘোষের কাছেও। আজ তিনি বার্থ ডে গার্ল। বয়সটা তাঁর কাছে শুধুমাত্র একটা সংখ্যা। মনের দিক থেকে চিরসবুজ থাকাটাই আসল বলে মনে করেন। সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে গতকাল মধ্যরাত থেকেই। কী কী উপহার পেলেন? ‘‘বন্ধুরা সারপ্রাইজ দিতে এসেছিল গতকাল রাতেই। ছবি দেওয়া বার্থডে কেক এনেছিল। বোন প্রচুর গিফট দিয়েছে। মা বাড়িতে পোলাও, মাটন, চিংড়ি রান্না করেছে। আর প্রত্যেক বছরের মতো এ বারও অনেক ফুলের বোকে পেয়েছি। যেখানে কারও নাম লেখা নেই...। এগুলো কারা পাঠায়?’’ হাসতে হাসতে শেয়ার করলেন অভিনেত্রী। সামনেই বেশ কিছু ছবি শুরু করতে চলেছেন পূজারিনি। তার মধ্যে কোনওটায় তিনি গিটারিস্ট। তার জন্য গিটার বাজানো শিখছেন। আবার কোনওটার জন্য বন্দুক চালানো শিখছেন। জন্মদিনের সকালেও ব্যস্ত ছিলেন ওয়ার্কশপে। বিকেলের প্ল্যান কী? পূজারিনি বললেন...