আবারও নাটকে পড়শী | পড়শীর নাটক
গানের মতো তার অভিনয় দিয়েও নজর কাড়ছেন পড়শী । পড়শীর নাটক এর তালিকায় আছে মারিয়া ওয়ান পিস, শাদি মোবারক, ভালোবাসি তোমাকে । এবার নেট কাঁপাচ্ছে পড়শীর নতুন নাটক ভালোবাসার তিন দিন।
সম্প্রতি মুক্তি পাওয়া এই নাটক এরই মধ্যে দেখে ফেলেছে ৪ মিলিয়নেরও বেশি দর্শক। পড়শী-জোভান জুটির এই নাটক বানিয়েছেন মহিদুল মহিম।
পড়শী
পড়শী বলেন, ‘অনেক কষ্ট করে নাটকটি করেছি; কিন্তু এত অল্প সময়ে এত ভালো সাড়া পাব ভাবিনি কখনো। আমার দর্শক ও টিমের প্রতি আমি কৃতজ্ঞ।’
পড়শী জানালেন এ মুহূর্তে গান ও নাটক নিয়ে ব্যস্ত আছি। গানগুলো জড়ো করছি। আগস্ট মাস থেকে আমার নিজের চ্যানেলে গানগুলো একটি একটি করে রিলিজ করব।
ঈদে আরও দুটি নাটক প্রচার হবে পড়শীর। দুটিতেই জোভান থাকবেন। একটি শৌখিনের পরিচালনায়। আরেকটির কথা চলছে। ওটি বানাবেন মহিদুল মহিম।
পড়শীর ছবি
গানের পাশাপাশি অভিনয়েও ঝলক দেখানো পড়শী নাটকে নিয়মিত হবেন...