বগুড়ার খবর : বগুড়ায় তেলবাহী লরির চাপায় দুজন নিহত
বগুড়ার শাজাহানপুরে জ্বালানি তেলবাহী লরির চাপায় রিকশা ভ্যান চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
রোববার বিকালে উপজেলার নয়মাইল স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর মেঘনা পেট্রোলিয়ামের লরি জব্দ এবং এর চালককে গ্রেফতার করা হয়েছে।
আহত ভ্যান যাত্রীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- শাজাহানপুর উপজেলার সোনাইদিঘি গ্রামের এফাজ উদ্দিনের ছেলে জহুরুল ইসলাম (৩৫), একই গ্রামের মোজাম আলীর ছেলে ভ্যান চালক ফজলুল হক (৩৩)। আহত রাজেক আলী (৫৫) একই গ্রামের মৃত জাভেদ আলীর ছেলে।
শাজাহানপুর থানার এসআই সুশান্ত ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকাল পৌনে ৩টার দিকে নয়মাইল স্ট্যান্ড এলাকায় ভ্যান চালক ফজলুল হক যাত্রী জহুরুল ইসলাম ও রাজেক আলীকে নিয়ে বগুড়া-ঢাকা মহাসড়কে পার হবার চেষ্টা করছিলেন। এ সময় সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো ছেড়ে আসা ব...