বাংলা সিনেমা Archives - Mati News
Monday, December 15

Tag: বাংলা সিনেমা

পরীমনির সিনেমা | কাহিনি সংক্ষেপ ও ট্রেলারসহ

পরীমনির সিনেমা | কাহিনি সংক্ষেপ ও ট্রেলারসহ

Entertainment, Glamour
বাংলা সিনেমা জগতের বহুপরিচিত নাম ও অন্যতম সেরা অভিনেত্রী পরীমনি। বেশ কিছুদিন এই অভিনেত্রী আছেন আলোচনার শীর্ষে। পরীমনি নামেই সর্বাধিক পরিচিত এই অভিনেত্রীর আসল নাম শামসুন্নাহার স্মৃতি। পরীমনির সিনেমা গুলোর কাহিনি সংক্ষেপ ও ট্রেলার দেখা যাক এবার। পরীমনি জন্মগ্রহণ করেন খুলনা জেলায় ১৯৯২ সালের ২৪ অক্টোবর। অভিনয় জগতে প্রবেশের আগে তিনি একজন মডেল ছিলেন। মেধা ও পরিশ্রম দিয়ে অল্প সময়ে পরিচিত উঠেছেন তারকা মহলে। ভালোবাসা সীমাহীন চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় প্রবেশ করেন তিনি। এরপর একের পর এক সিনেমার মাধ্যমে লাভ করে গেছেন খ্যাতি এবং সমলোচনা।   পরীমনির সিনেমা : মহুয়া সুন্দরী রওশন আরা নীপা পরিচালিত এই চলচ্চিত্রটি ২০১৫ সালে মুক্তি পায়। এই চলচ্চিত্রে মহুয়া চরিত্রে অভিনয় করেছেন পরীমনি এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, সাদেক বাচ্চু, সুচরিতা এবং জয়রাজ। এই সিনেমা...