এবার পর্দায় নগ্ন বাণী কাপুর
এবার পর্দায় নগ্ন বাণী কাপুর
বলিউডে বাণী কাপুর এর অভিষেক হয় ২০১৩ সালে। সুশান্ত সিংহ রাজপুতের বিপরীতে তার অভিনয়ে মন ভরেছিল দর্শকের। এ ছাড়াও নিখুঁত সুন্দরী নায়িকা, এমনটাও লেখা হয়েছিল বলিউডের বেশ কয়েকটি ম্যাগাজিন ও সর্বভারতীয় দৈনিকে। নাচটা যে বাণী বেশ ভালই জানেন, সেটা তার শেষ ছবি রণবীর সিংয়ের সঙ্গে ‘বেফিকরে’তেই বুঝিয়েছিলেন। ‘নশে সি চড় গই ওয়ে’র নাচ কিন্তু নজর কেড়েছিল দর্শকের। এই গানের ভিডিওতে ডান্স ফ্লোরে আগুন ঝরিয়েছিলেন বাণী। নতুন খবর হলো এবার পর্দায় নগ্ন বাণীকে দেখা যাবে। সম্প্রতি একটি গানে পুরোপুরি নগ্ন হয়ে অভিনয় করেছেন তিনি।
নাম না ঠিক হওয়া একটি ছবির প্রধান চরিত্রে অভিনয় করছেন এ নায়িকা। আর সেখানেই তাকে বিভিন্ন রুপে দেখা যাবে। পুরো ছবিতেই খোলামেলা রুপে ক্যামেরাবন্দি হয়েছেন বাণী। আর সম্প্রতি একটি গানে বাথটাবে নগ্ন হয়ে গোসল করার দৃশ্য করেছেন এ নায়িকা। আর তার একটি ছবি নিজেই প্রকাশ ...