Monday, December 23
Shadow

Tag: বিশ্বের সবচেয়ে বড় বিমান

আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান

আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান

Cover Story, Tech news
আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে শনিবার উড়াল দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। স্ট্রাটোলঞ্চ সিস্টেম করপোরেশন বিমানটি তৈরি করলেও উদ্যোগ নিয়েছিল মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন।-খবর রয়টার্সের সাদা রঙের বিমানটিকে রক নামে ডাকা হয়। যেটির পাখার প্রসার হবে একটি মার্কিন ফুটবল মাঠের মতো। ছয়টি ইঞ্জিনচালিত বিমানটিতে জোড়া অবয়ব। প্রশান্তমহাসগরীয় সময় সকাল সাতটায় বিমানটি আকাশে উড্ডয়ন করে। মোজাবি বিমান ও মহাকাশ বন্দরে নিরাপদে নেমে আসার আগে ঘণ্টাদুয়েক আকাশে উড্ডয়ন করেছিল এটি। বিমানটি যখন মাটিতে নামে তখন কয়েক হাজার লোক চিৎকার দিয়ে উল্লাস প্রকাশ করেন। স্ট্রাটোলঞ্চের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়ান ফ্লয়েড বলেন, আমাদের প্রথম উড্ডয়ন চমৎকারই হয়েছে। ভূমিতে অবতরণ ব্যবস্থাকে আরও নমনীয় করতে একটি বিকল্প বের করে দেবে আমাদের আজকের ফ্লাইট। স্ট্রাটোলঞ্...

Please disable your adblocker or whitelist this site!