কেমন হবে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই
আজ আমরা জানবো কেমন হবে ভবিষ্যতের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তথা এআই
ওপেনএআইয়ের চ্যাটজিপিটি এরই মধ্যে বুঝিয়ে দিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার দাপট কিন্তু মোটেও কৃত্রিম নয়। গুগল ও মাইক্রোসফটের চীনে যে শাখা ছিল সেটার সাবেক প্রধান কাই-ফু লি একটি বই লিখেছেন। বইটার নাম ‘এআই-টু থাউজেন্ড ফর্টি ওয়ান’। আর সেই বইতে তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে দিয়েছেন অনেকগুলো পূর্বাভাস।
এআই শব্দটি শুনলে এখনো আমাদের মাথায় ভেসে আসে সায়েন্স ফিকশন ছবির দৃশ্য। অবশ্য সায়েন্স ফিকশনও সত্যি হয়। এইচি ওয়েলস, ফিলিপ কে ডিক ও জুলভার্নের মতো সায়েন্স ফিকশন লেখকদের অনেক ভবিষ্যদ্বাণী কিন্তু ফলে গেছে।
সম্প্রতি কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে যে একের পর এক বিপ্লব ঘটে চলেছে তাতে করে আর কয়েক বছর পরই ঘটবে অনেকগুলো পরিবর্তন।
তবে হ্যা, রোবটেরা হয়তো পৃথিবী দখল করবে না, তবে তারা কিন্তু এরই মধ্যে মানুষের চাকরি দখল...