class="archive tag tag-489 wp-custom-logo group-blog vl-boxed aa-prefix-matin-">
Shadow

Tag: ভারতীয় ভিসার

ভারতীয় ভিসার আবেদন এখন সরাসরি

Default
পর্যটক ভিসা ছাড়া অন্য সব ধরনের ভারতীয় ভিসার আবেদন ১ ফেব্রুয়ারি থেকে ‘ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার’ বা আইভিএসিতে গিয়ে সরাসরি জমা দেওয়া যাবে। আজ বৃহস্পতিবার আইভিএসি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে অনলাইনে ফরম পূরণের পর একটি তারিখ দেওয়া হতো। শুধু সেই তারিখে আবেদন ফরম আইভিএসিতে গিয়ে জমা দেওয়া যেত। আইভিএসসি পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ ফেব্রুয়ারি থেকে ঢাকার গুলশান, মতিঝিল ও ধানমন্ডি এবং খুলনার একটি সেন্টারে সরাসরি গিয়ে ফরম জমা দেওয়া যাবে। তবে পর্যটক ভিসার জন্য আগের পদ্ধতিই বহাল থাকবে। অবশ্য গত ১ জানুয়ারি থেকে ঢাকায় শুধু চিকিৎসা ভিসার জন্য সরাসরি আবেদন নেওয়া হচ্ছিল। কয়েক মাস আগেই সব ধরনের ভিসার আবেদন সরাসরি গ্রহণ করা হচ্ছিল চট্টগ্রাম ও রাজশাহীতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, https: //www. indianvisaonline. gov এই ঠিকানায় ...

Please disable your adblocker or whitelist this site!