Monday, December 23
Shadow

Tag: মনুষ্য প্রজাতির

নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে

নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে

Cover Story, Tech news
নতুন মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে ফিলিপাইনে বিলুপ্ত এক মনুষ্য প্রজাতির সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। যাকে বলা হচ্ছে হোমো ইউজোনেনসিস। এই প্রজাতির মানুষের হাড়ের মধ্যে বর্তমান প্রজাতি ও একদম আদি প্রজাতির এক মিশ্রণ রয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাচীন যুগে আফ্রিকা ছেড়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় এসেছিল মানুষ। যা আগে সম্ভব বলে মনে হয়নি। জার্নাল ‘ন্যাচারে’ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিপাইনের কালাও গুহায় পাওয়া হোমো ইউজোনেনসিস প্রজাতির বসবাস ছিলো ৬৭ হাজার বছর আগে। হোমো ইউজোনেনসিসের সঙ্গে আধুনিক মানবজাতি হোমো সেপিয়েন্সের অনেক মিল রয়েছে। একই সঙ্গে ২০-৪০ লাখ বছর আগের বানরসদৃশ মানুষের সঙ্গেও মিল রয়েছে তাদের। ফিলিপাইনের সবচেয়ে বড় দ্বীপ লুজনে ওই প্রজাতির সদস্যদের দেহাবশেষের সন্ধান পান গবেষকরা। ২০০৭ সাল থেকে গুহা থেকে এসব উদ্ধার করা হয়েছে। দাঁত, হাত, পায়ের হাড়সহ অন্তত ১৩টি দেহাবশ...

Please disable your adblocker or whitelist this site!