মন্দনা করিমি Archives - Mati News
Friday, December 26

Tag: মন্দনা করিমি

সাহসী লুকে মন্দনা করিমি

সাহসী লুকে মন্দনা করিমি

Cover Story, Entertainment
টপলেস হওয়াটা অভিনেত্রীদের কাছে নতুন কিছু না। নায়িকা যত বেশি সাহসী তত বেশি ক্রেজ। সেই তালিকায় ইতোমধ্যে নাম লিখেছেন এষা গুপ্তা, কৃতি স্যাননসহ আরো অনেকে। এবার একধাপ এগিয়ে আরো সাহসী লুকে ধরা দিলেন অভিনেত্রী মন্দনা করিমি। তিনিও একাধিকবার টপলেস হয়ে ছবি দিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আবেদন কিছুতেই কমে না। সম্প্রতি মন্দনা করিমি টপলেস হয়ে বেশ কিছু ছবি আপলোড দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। আপলোড করা দুটি ছবিতে শুধু তার শরীরের নিচের অংশ ঢাকা আর ওপরে অংশ সম্পূর্ণ উন্মুক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো আপলোড দিয়ে ছবির ফটোগ্রাফার সাসা জয়রামকে ট্যাগ করেন। আর ক্যাপশনে তিনি লিখেছেন, এটা কি সত্যিই আমি? বোঝাই যাচ্ছে ছবির জন্য ফটোগ্রাফারকেই কৃতিত্ব দিয়েছেন মন্দনা। অভিনেত্রীর এই ছবি ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনা। অনেক অশ্লীল মন্তব্যও পড়ছে তার ছবিতে। কিন্তু সে সবকে পাত্তা দিতে নারাজ মন্দনা।...