বিয়ের গুজব মিথ্যে! প্রকাশ্যে বললেন মালাইকা
বিয়ের গুজব মিথ্যে! প্রকাশ্যে বললেন মালাইকা
মালাইকা আরোরা এবং অর্জুন কপূরের বিয়ের জল্পনায় সরগরম বলি ইন্ডাস্ট্রি। শোনা গিয়েছিল, চলতি মাসেই গাঁটছড়া বাঁধবেন এই জুটি। কিন্তু হঠাত্ই ছন্দপতন। বিয়ের মালাইকাখবরকে অস্বীকার করলেন মালাইকা স্বয়ং।
সম্প্রতি অর্জুনকে বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট সাংবাদিকদের বলেন, ‘‘এই ধরনের বোকা বোকা জল্পনার কোনও সত্যতা নেই।’ যদিও দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে প্রায় একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছিলেন তারা দুজন। যুগলে মলদ্বীপ বেড়াতে গিয়েছিলেন বলে খবর।
তা হলে হঠাত্ করে বিয়ের জল্পনাকে মিথ্যে কেন বললেন মালাইকা? বলি মহলের একটা অংশের মত, এই বিষয়টা থেকে সকলের দৃষ্টি ঘুরিয়ে দিতেই প্রকাশ্যে এই মন্তব্য করেছেন নায়িকা। আবার অন্য একটা অংশ মনে করছে, হয়তো বিয়ের তারিখ কিছুটা পিছিয়ে দিয়েছেন এই জুটি। তবে আসল সত্যি কী, তা এখনও জানা যায়নি।
শো...