স্বামীর সঙ্গে ‘অবৈধ সম্পর্ক’ : মিলার অভিযোগে যা বললেন নওশীন
স্বামীর সঙ্গে 'অবৈধ সম্পর্ক' : মিলার অভিযোগে যা বললেন নওশীন
বৈমানিক পারভেজ সানজারির সঙ্গে অভিনেত্রী নওশীনের অবৈধ সম্পর্ক ছিল বলে অভিযোগ করেছেন পপ সংগীতশিল্পী মিলা। এ বিষয়ে মুখ খুলেছেন নওশীন নাহরিন মৌ। তিনি এই অভিযোগের তীব্র নিন্দা জানিয়েছেন।
আজ বুধবার দৈনিক আমাদের সময় অনলাইনকে নওশীন বলেন, ‘মিলা আমাকে ভুল বুঝছে। আমাকে নিয়ে যা অভিযোগ হচ্ছে তা পুরোটাই ভিত্তিহীন, ভুল ও বানোয়াট। আমি এমন ভুল, ভিত্তিহীন অভিযোগের নিন্দা জানাচ্ছি।’
মিলার অভিযোগ অস্বীকার করে নওশীন বলেন, ‘মিলা আমার ছোট বোনের মতো। তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। আমার এই বিষয়ে কথা বলতে ঘৃণা হচ্ছে। শিল্পী হিসেবে তার যদি ১৪-১৫ বছর হয়, তাহলে আমিও তো ১২-১৩ বছর ধরে কাজ করছি। আমারও তো একটা সংসার আছে। আমি আট-নয় বছর ধরে সংসার করছি।’
এই অভিনেত্রী বলেন, ‘এটার তার (মিলা) ভুল বোঝা। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমার সম্পর্কে তার এই অভি...