মুহম্মদ জাফর ইকবাল Archives - Mati News
Friday, January 23

Tag: মুহম্মদ জাফর ইকবাল

প্রিয় নুসরাত : ড. মুহম্মদ জাফর ইকবালের কলাম

প্রিয় নুসরাত : ড. মুহম্মদ জাফর ইকবালের কলাম

Cover Story, Op-ed
প্রিয় নুসরাত : ড. মুহম্মদ জাফর ইকবালের কলাম || নুসরাত নামের একটি কিশোরী মেয়ের জন্য পুরো বাংলাদেশের মানুষ এক ধরনের বিষণ্ণতায় ডুবে আছেন। প্রথম যখন ঘটনাটি পত্রপত্রিকায় আসতে শুরু করেছে, আমি হেড লাইনগুলো পড়ে থেমে গিয়েছি, ভেতরে কী লেখা আছে পড়ার মতো সাহস সঞ্চয় করতে পারিনি। অগ্নিদগ্ধ মেয়েটিকে ঢাকা আনা হয়েছে, তাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে জানার পর থেকে দেশের সব মানুষের সাথে আমিও তার জন্যে দোয়া করেছি। তার মৃত্যু সংবাদটি দেশের সব মানুষের সাথে সাথে আমারও বুক ভেঙে দিয়েছে। আমার শুধু মনে হয়েছিল এরকম দুঃসাহসী একটা মেয়ে দেশের সম্পদ। এই দেশের জন্যে তার বেঁচে থাকা প্রয়োজন। ছেলেমেয়েদের জন্য গল্প উপন্যাস লেখার সময় আমরা বানিয়ে বানিয়ে নুসরাতের মতো কাল্পনিক চরিত্র তৈরি করার চেষ্টা করি, কিন্তু সত্যিকার জীবনেও যে এরকম চরিত্র থাকতে পারে সেটা কে জানতো। নুসরাতের ঘটনাটি শুরু হয়েছিল মাদ্রাসার প্রিন্সিপাল এবং তা...